সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

মেইয়্যাঁ লামা

"মেইয়্যাঁ লামা"
-----------

বাব"র মেইয়্যাঁ ভেলে এক্কা গরম্,
      মা'র মেইয়্যাঁ উমউম্।
আত্যে-বড়ঙাঁর মেইয়্যাঁ ন' ফুরয়,
     মেইয়্যানি এ্যবল্ থুম্।

পুদিনো মেইয়্যাঁ ভেলে উনোনিয়া,
      মেইয়্যাঁ জ্বালার পিত্থীমি।
আয়ু ফুরায়, মেইয়্যাঁ বাড়ে,
      গর আধ্-বাজার' জিংহানী।

সিত্তুন্ মেইয়্যাঁ ভেলে লাঙ্যাঁ-লাঙোঁনীর,
      আমিজে পরায় বুক্!
ন'দেলে ভেলে ন' জুরয় পরান্।
      মুজুঙোঁত্ থেলে তে সুখ্।

শালী-বোন্নোর মেইয়্যাঁ ননিয়ে ননিয়ে,
       মেমা-মিশ্রী বিয়েই-বিনির।
সুয়োন্দি বোনোজামের আলগা আলগা,
      নানা বাবদর মেইয়্যাঁ জিংহানীর!!!
-------------------------------
26.12.2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন