বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

ভেচ্চাক্ /ভেরেচ্চাক্

নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে #শেষ হয়েও #হইল_না_শেষ..... (রবী..)

ছড়া

"ভেচ্চাক্/ভেরেচ্চাক্"
----------------------------

ছাবাহ্ পোল্ গাজত্ তলে।
উদোন্ জগাহ্, আমত্ তলে।

খারায় খারায় দিন্নো গেল্।
মুড়োত্ ধুজেল্লোই রাঙাঁবেল্।

মামাহ্ গরের ঘরত্ জোল্!
এক্কান্ খারা বাগি রোল্।

ও ভাই, শুনিচ্.... শুনিচ্....
     এক্কা সিয়ত্ থাক্।
হায়হুরে যেই ফেচেত্ গুরি,
     দিলুঙ্ ভেরেচ্চাক্!!!
---------------------------------
২৩.০৩.২০১৭ খ্রীঃ

(একজনকে ছুয়ানোর পরে পালিয়ে বাচাঁ, যেন কেউ আর নিজেকে ছুঁটে না পারে। আর তাতেই খেলার জিত যদি নিজেকে রক্ষা করা যায়। সেজন্য খেলাটি হয় দিনশেষে শেষ অংকে)

ইস্!
এ মুহুর্তে যদি কাউকে ভেচ্চাক্ দিতে পারতাম.......
আসুননা এই একটি দিন্ ভেরেচ্চাক্ দে দি করি!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন