হে গোজেন্ ( হে প্রভু)
রাস্তার ধারে চায়ের দোকানে,
আড্ডায় মেতে থাকা
ভবঘুরে ঐ অলস লোকটাকে
কোনো একটি দলের নেতা বানিয়ে
দাও।
তুমিতো জানো,
তার টাকা-কড়ির কত অভাব!
নিষ্কর্মা, গোবেচারা লোকটার শুধু,
অন্যের ভালোটা হিংসে করার
স্বভাব!
দেখোতো...
ভালবেসে বিয়ে করা তার বউটা,
আদরের একমাত্র ছেলেটা,
আজ কতদিন ধরে উপোস!
অথচ,
তোমার ঈশারায় দুঃখ হয় দুর,
তোমারই ঈশারায় রাজা, প্রজা, কলি,
মজুর....
তার চেয়ে কত যোগ্যতাহীন লোকে
নেতা বনেগিয়ে রাতারাতি করছে
বাড়ী-গাড়ী।
কয়টি ব্যাংক হিসাব দিই বলো,
নামে বেনামে টাকা কাড়ি কাড়ি!
এদিকে তার কত দোকান বাকী,
পাওনাদারেরা ফিরে যাচ্ছে খালি
হাতে।
নির্লজ্জ অলস লোকটার
ভ্রুক্ষেপ নেই তাতে।
হে গোজেন্ (হে প্রভু)
একমাত্র তুমিই পার,
তার জীবন যাপনের চিত্র বদলে দিতে।
যদি বানিয়ে দাও,
একটি দলের কোনো এক সারির নেতা!!!
====================
২৬/০৪/২০১৬
আড্ডায় মেতে থাকা
ভবঘুরে ঐ অলস লোকটাকে
কোনো একটি দলের নেতা বানিয়ে
দাও।
তুমিতো জানো,
তার টাকা-কড়ির কত অভাব!
নিষ্কর্মা, গোবেচারা লোকটার শুধু,
অন্যের ভালোটা হিংসে করার
স্বভাব!
দেখোতো...
ভালবেসে বিয়ে করা তার বউটা,
আদরের একমাত্র ছেলেটা,
আজ কতদিন ধরে উপোস!
অথচ,
তোমার ঈশারায় দুঃখ হয় দুর,
তোমারই ঈশারায় রাজা, প্রজা, কলি,
মজুর....
তার চেয়ে কত যোগ্যতাহীন লোকে
নেতা বনেগিয়ে রাতারাতি করছে
বাড়ী-গাড়ী।
কয়টি ব্যাংক হিসাব দিই বলো,
নামে বেনামে টাকা কাড়ি কাড়ি!
এদিকে তার কত দোকান বাকী,
পাওনাদারেরা ফিরে যাচ্ছে খালি
হাতে।
নির্লজ্জ অলস লোকটার
ভ্রুক্ষেপ নেই তাতে।
হে গোজেন্ (হে প্রভু)
একমাত্র তুমিই পার,
তার জীবন যাপনের চিত্র বদলে দিতে।
যদি বানিয়ে দাও,
একটি দলের কোনো এক সারির নেতা!!!
====================
২৬/০৪/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন